আমাদের সময় চাকা সাইটে আপনাকে স্বাগতম।
সময়ের চাকায় আমরা চলেছি সুখের সন্ধানে, সেই প্রস্তর যুগ থেকে শুরু করে আজও চলছে সন্ধান আর অনুসন্ধান । তবে একদিনে বা অল্প সময়ে কোনো পরিবর্তনই হয়নি । মানুষ একসময় গুহায় বাস করত আমরা জানিনা বা অনুমানও করতে পারিনা, কতটা পরিশ্রম আর সময়ের ব্যবধানে আমরা ঘরে বসবাস করতে শুরু করেছি । যে কোন পরিবর্তনের জন্য করতে হয়েছে অনেক পরিশ্রম । গুহা পরিবর্তিত হয়ে হয়েছে ম্যানশন, গরুর গাড়ি আর দেখাই যায় না, এখনকার বাহন আমরা জানি । কেরোসিনের কুপি বাতি হয়তো কোন মিউজিয়ামে গেলে দেখা যেতে পারে । কম্পিউটার, মাইক্রোচিপ, ইন্টারনেট নিয়ে এসেছে সারা দুনিয়াকে মিনিটের দূরত্বে । এই যে সময়ের সমান্তরালে আমরা চলছি এর মাঝে হাজারো মানুষের ভিড়ে হারিয়ে যাব আমরা কিন্তু হারাবে না কারো পরিশ্রম । যদি হারিয়ে যেত তাহলে কাঠের চাকা থেকে আজ রকেট হতো না, কুপি বাতি ছেড়ে আমরা বিদ্যুতের আলোতে উদ্ভাসিত হতাম না । তাই চলুন সময়ের চাকায় পিষ্ট না হয়ে, সময় চাকা ধরে চলতে থাকি, সময়কে সুন্দর করে রাখার আশায়…

সময়চাকার এখনকার সম্পাদনার দায়িত্বে আছেন ডঃ মোহাম্মাদ হক যিনি পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার হিসাবে কর্মরত ।
সময়চাকার এখনকার প্রকাশনার দায়িত্বে আছেন সুফিয়া সুলতানা যিনি বর্তমানে যুক্তরাজ্যের ক্রেনফিল্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্মে নিয়োজিত ।
সময়চাকার প্রত্যেকটি প্রবন্ধই পর্যালোচনা ও সম্পাদনা করা হয় । পর্যালোচনার জন্য আমরা বিভিন্ন সময়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের দ্বারস্থ হই । তথ্যগত দিক দিয়ে আমাদের অসংশয় থাকলেও মাঝে মধ্যে ভাষাগত অসঙ্গতি থাকতে পারে । দয়া করে এটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন এবং আমাদের জানান । বাংলা ভাষায় বৈজ্ঞানিক ধারণা ব্যাখ্যা করা চ্যালেঞ্জিং। তবে আমরা সময়ের সাথে সাথে এটির উন্নতি করব বলে আশা করি।
যোগাযোগ কিংবা কমেন্ট পাঠানোর ঠিকানাঃ shomoychaka(@)gmail.com [দয়াকরে ব্র্যাকেট গুলো বাদ দিয়ে ঠিকানাটি লিখবেন] ।
এগিয়ে চলুক সময় চাকা সময় সাথে নিয়ে, শুভকামনা সবসময়…