আপনি কি কখনও ভেবে দেখেছেন কম্পিউটার বা মোবাইল ফোন কীভাবে কাজ করে? কেবলমাত্র ১ এবং ০ ব্যবহার করে কম্পিউটার সমস্ত কাজ করে, যা বাইনারি হিসাবে পরিচিত ।
সাধারন গাণিতিক হিসাবে আমরা একক, দশক, শতক… গণনা করি, যাকে ১০ বেস (ভিত্তি) বলি । এক থেকে শুরু করুন এবং আপনি যখন ৯-এ পৌঁছবেন তখন ১০-এর ক্ষেত্রে ১-এর পরে শূন্য যুক্ত করে দেই । কেউই নিশ্চিত না কেন আমরা ভারতবর্ষে জন্ম নেয়া এই গননা পদ্ধতিতে ১০ -এর ভিত্তি বেছে নিলাম, হতে পারে আমাদের দশটি আঙুল রয়েছে তাই ।
বাইনারির বেস ২ তাই যখন আমরা ১, ২, ৩ … গণনা করবো তখন ১-এর জন্য ১, ২-এর জন্য ১০, ৩-এর জন্য ১১ ব্যবহার করে, অর্থাৎ বাইনারির ১০ আসলে সাধারন গাণিতিক হিসাবে ২ কে বোঝায় ।
কম্পিউটার জাতীয় যন্ত্র প্রতিটি কাজই করে ক্ষীন বৈদ্যুতিক চার্জ চালিত ট্রানজিস্টর (সেমিকন্ডাক্টর) দ্বারা, যার দুটি মোড রয়েছে: ‘চালু’ কিংবা ‘বন্ধ’ – ‘১’ মানে ‘চালু’ এবং ‘0’ মানে ‘ বন্ধ ‘। একটি ট্রানজিস্টর হল বিট । আটটি বিটের একটি সারি বাইট হিসাবে পরিচিত – এদের অনেকগুলাকে একই সাথে চালু এবং বন্ধ রাখার মাধ্যমে কম্পিউটারকে অনেক আদেশ দেয়া যায় ।

কম্পিউটারে বাইনারি পদ্ধতী ব্যবহার করলেও সাধারন ব্যবহারকারীরা টের পাননা কেননা একধরনের পরিবর্তক দুপক্ষের (কম্পিউটার ও ব্যবহারকারীর) মাঝখানে দালালের মত কাজ করে ।
লেখকঃ হাসি কিরাতস [আপনি যদি এই সম্পর্কে আরো পড়তে চান এখানে একটা অবলম্বিত তথ্যসূত্র]