কম্পিউটার কীভাবে শুধু ১ এবং ০ ব্যবহার করে কাজ করে?

আপনি কি কখনও ভেবে দেখেছেন কম্পিউটার বা মোবাইল ফোন কীভাবে কাজ করে?  কেবলমাত্র ১ এবং ০ ব্যবহার করে কম্পিউটার সমস্ত কাজ করে, যা বাইনারি হিসাবে পরিচিত । 

সাধারন গাণিতিক হিসাবে আমরা একক, দশক, শতক… গণনা করি, যাকে ১০ বেস (ভিত্তি) বলি । এক থেকে শুরু করুন এবং আপনি যখন ৯-এ পৌঁছবেন তখন ১০-এর ক্ষেত্রে ১-এর পরে শূন্য যুক্ত করে দেই । কেউই নিশ্চিত না কেন আমরা ভারতবর্ষে জন্ম নেয়া এই গননা পদ্ধতিতে ১০ -এর ভিত্তি বেছে নিলাম, হতে পারে আমাদের দশটি আঙুল রয়েছে তাই ।

বাইনারির বেস ২ তাই যখন আমরা ১, ২, ৩ … গণনা করবো তখন ১-এর জন্য ১, ২-এর জন্য ১০, ৩-এর জন্য ১১ ব্যবহার করে, অর্থাৎ বাইনারির ১০ আসলে সাধারন গাণিতিক হিসাবে ২ কে বোঝায় ।

কম্পিউটার জাতীয় যন্ত্র প্রতিটি কাজই করে ক্ষীন বৈদ্যুতিক চার্জ চালিত ট্রানজিস্টর (সেমিকন্ডাক্টর) দ্বারা, যার দুটি মোড রয়েছে: ‘চালু’ কিংবা ‘বন্ধ’ – ‘১’ মানে ‘চালু’ এবং ‘0’ মানে ‘ বন্ধ ‘। একটি ট্রানজিস্টর হল বিট । আটটি বিটের একটি সারি বাইট হিসাবে পরিচিত – এদের অনেকগুলাকে একই সাথে চালু এবং বন্ধ রাখার মাধ্যমে কম্পিউটারকে অনেক আদেশ দেয়া যায় ।

ডকিং কম্পিউটার ব্যবস্থা
একটা আই-৭ কম্পিউটারে প্রায় ৩০০ কোটি সূক্ষ্ম ট্রানজিস্টর থাকে । আমরা হয়তো ডকিং দিয়ে মনিটর লাগিয়ে কম্পিউটারের কাজের আউটপুট দেখি কিন্তু গননা জাতীয় সমস্ত কাজ হয় ট্রানজিস্টর সমৃদ্ধ প্রসেসরে।

কম্পিউটারে বাইনারি পদ্ধতী ব্যবহার করলেও সাধারন ব্যবহারকারীরা টের পাননা কেননা একধরনের পরিবর্তক দুপক্ষের (কম্পিউটার ও ব্যবহারকারীর)  মাঝখানে দালালের মত কাজ করে ।

লেখকঃ হাসি কিরাতস [আপনি যদি এই সম্পর্কে আরো পড়তে চান এখানে একটা অবলম্বিত তথ্যসূত্র

About সময় চাকা

আমরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত কিছু বাংলাদেশী। সময়ের চাকায় আমরা চলেছি সুখের সন্ধানে, সেই প্রস্তর যুগ থেকে শুরু করে আজও চলছে সন্ধান আর অনুসন্ধান । তাই চলুন সময়ের চাকায় পিষ্ট না হয়ে, সময় চাকা ধরে চলতে থাকি, সময়কে সুন্দর করে রাখার আশায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *